উজ্জ্বল অধিকারী: সাজেদা ফাউন্ডেশনের সুদিন প্রকল্প এর আয়োজনে রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার নিমতলি কমিউনিটিতে ৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর তিনটায় শিক্ষার্থীদের মাঝে বার্ষিক শিক্ষা উপকরণ ও টিউশন ফি বিতরণ করা হয়েছে। নিমতলি কমিউনিটি এর সুদিন প্রকল্প পরিচালিত বৈঠক খানায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। বিতরণ অনুষ্ঠানে সুদিন পরিবারের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বসে এক মিলন মেলার। তাদের হাতে তুলে দেয়া হয় শিক্ষা উপকরণ ও টিউশন ফি। এসব উপকরণ পেয়ে তারা আনন্দে ছিলো মুখর।
বার্ষিক শিক্ষা উপকরণ ও টিউশন ফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম পরিচালক মো: আনিসুল হক। আয়োজনের সভাপতি সাজেদা ফাউন্ডেশন সুদিন প্রকল্পের ঢাকা দক্ষিণ এর টিম লিড মোহাম্মদ আলিউল আজিম বলেন, শিক্ষা উপকরণের মধ্যে ছিলো, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্কেল, ও বক্স। তাছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি তুলে দেয়া হয় শিক্ষার্থীদের অভিভাবক এর কাছে। আলিউল আজিম আরো বলেন, শহরঞ্চলের চরম দারিদ্রের শিকার সকল মানুষের জন্য সু-স্বাস্থ্য, সুখ ও মর্যাদা নিশ্চিত করার জন্য সাজেদা ফাউন্ডেশন এর সুদিন প্রকল্প কাজ করে যাচ্ছে।
বার্ষিক শিক্ষা উপকরণ ও টিউশন ফি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাজেদা ফাউন্ডেশন সুদিন প্রকল্প ঢাকা দক্ষিণ এর সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার নিগার পারভীন, রতন কান্তি দাশ ও রাসেল বারী প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.