প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
সাংবাদিক ও সেনাবাহিনীর মধ্যে ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় সেনাবাহিনীর আয়োজনে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে একটি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০৩ ডিসেম্বর) বিকালে সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে বর্তমান সেনা ক্যাম্পে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমেই ব্যাটিং করে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাংবাদিক খেলোয়ার গণ। ১৫ ওভারের খেলায় জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা প্রথম ইনিংসে দুই উইকেটে হারিয়ে ১৫ ওভারের ১৫৬ রান করে। পরবর্তীতে ১৫৭ রানের টার্গেট দ্বিতীয় ইনিংস শুরু করে সেনাবাহিনী। খেলার শেষ মুহুর্তে ওঠে ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার ছয় হাকিয়ে ৩ উইকেটে শেষে ১৪ ওভার চার বলে ১৫৮ রানে খেলার জয় এনে দেন। খেলায় অংশগ্রহণ করেন নেত্রকোনা সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর -ই আহমেদ আল শাফী।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাব সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক সোহান আহমেদ কাকন, জাহিদ হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ। জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে খেলার অধিনায়ক ছিলেন প্রতিদিনের সংবাদ ও আনন্দ টিভির নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান। খেলা শেষে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রীতি ম্যাচ আয়োজক সেনাবাহিনীর অধিনায়ক লে. কর্নেল নুর -ই আহমেদ আল শাফী জানান, তিনি মনে করেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রীতি খেলাও এটিও একটি সম্প্রীতি। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করে যেতে হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.