সলঙ্গায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক
পারভেজ সরকার: সিরাজগঞ্জের সলঙ্গায় ১২৭ বোতল ফেন্সিডিসহ মোছাঃ সুমেনা আক্তার (সুমি) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
বুধবার (৭ জুন) দুপুর ২ টায় গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- বুধবার (৭ জুন) ভোর ৪ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলত্ব রাধানগর এলাকার মহাসড়কে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেন্সিডিলসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোনও জব্দ করেছেন।
র্যাব আরো জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটক মাদক ব্যবসায়ী হলেন, লালমনিরহাট জেলার আদিতামারি থানার সরদারপাড়া গ্রামের, মোঃ আব্দুল কুদ্দুসের মেয়ে মোছাঃ সুমেনা আক্তার সুমি (২২)।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সিপিএসসি কোম্পানি কমান্ডার, মোঃ আবুল হাসেম সবুজ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।