সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার দুপুরে সলঙ্গা থানা ছাত্রদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় সলঙ্গা থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন,সদস্য সচিব শাহিন রেজা,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম ও সদস্য সচিব রন্জু আহমেদ মুন্সি। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। ছাত্র দল বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠন। ছাত্র দলের নেতাকর্মীরাই আগামী দিনের বিএনপি’র কান্ডারী। তারুণ্যের অংহকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ছাত্রদলের সকল নেতাকর্মীদেরকে নিরলসভাবে কাজ করার আহবান জানান। এসময় থানার ৬টি ইউনিয়ন থেকে ছাত্র দলের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে উক্ত আলোচনা সভায় যোগ দান করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।