শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলঙ্গায় বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় নতুন বছরের প্রথম দিনে উপহার হিসেবে বিনামূল্যে পাঠ্যবই পেয়ে খুশিতে আত্মহারা সলঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার ১জানুয়ারী২৫ সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল,সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা, শাহীন স্কুল সলঙ্গা শাখা,সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বনবাড়িয়া নূরানী মাদ্রাসা সহ প্রতিটি স্কুল মাদ্রাসায় পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা স্ব স্ব স্কুল এবং মাদ্রাসায় গিয়ে বই গ্রহণ করেছে। সলঙ্গায় একাধিক স্কুলে এমন চিত্র দেখা গেছে। বই বিতরণ উপলক্ষে প্রতিটি স্কুল মাদ্রাসা মাঠে দেখা গেছে শিশু কিশোর শিক্ষার্থীদের সেই চিরাচরিত ভির। বই বিতরণ উৎসব কে কেন্দ্র করে অনেক জায়গায় অংশ গ্রহণ করেছে স্থানীয় জনপ্রতিনিধি সহ শিক্ষাবিদরাও। সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার,সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান (মনির) সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। এসময় বিনামূল্যে বিতরণ করা হয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়