বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলঙ্গায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় ছাত্রদলের ”আন্তর্জাতিক মানবাধিকার দিবস” উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে সলঙ্গা থানা ছাত্রদল ও সলংগা ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় সলঙ্গা ডিগ্রী কলেজের মূল ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার,সহ-সভাপতি মারুফ হাসান খোকন,কেএম শহিদুল ইসলাম মজনু,থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা,থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম,আরিফুল ইসলাম,কায়সার আহমেদ কাইয়ুম,কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব কাবলু মিয়া প্রমুখ। এসময় মানববন্ধনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়