সরিষাবাড়ীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করার অভিযোগ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ছাতদল নেতা রাকিব হাসান (২৬) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রাকিব হাসান মালিপাড়া এলাকার আব্দুল মজিদ মেম্বারের ছেলে ও পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের নেতা ফরিদ মিয়া, কহিনুর মেম্বারসহ তার সহযোগীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেশা করে প্রকাশ্যে এলাকায় বকাবকি করে দেখা নেওয়া হুমকি-ধামকি দেয়। রবিবার সকালে স্কুল মাঠ এলাকায় কয়েকজন ছাত্রদল কর্মীদের দেখে ফের বকাবকি করতে থাকে। এসময় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান বকাবকি বন্ধ করে শান্ত থাকার অনুরোধ করে। এতে যুবলীগ নেতা ফরিদ মিয়া ক্ষিপ্ত হয়ে রাকিবের ওপর হামলা করে পেটে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় আহতের ভাই রতন মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা রাকিব বলেন, আওয়ামী লীগের শাসন আমলে ফরিদ মিয়া এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াতো। অহেতুক সাধারণ মানুষের ওপর নির্যাতন করতো। এখনো বিএনপিসহ সাধারণ মানুষকে বকাবকি করে। বকাবকি থেকে বিরত থাকতে নিষেধ করায় সে আমাকে তার হাতে থাকা ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করে। এ ঘটনায় বিচার দাবি জানান তিনি।
এ ঘটনায় বক্তব্য নেওযার জন্য অভিযুক্ত যুবলীগ নেতা ফরিদ মিয়ার মুটোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুনুর রশীদ ফকির অভিযোগ করে বলেন, স্থানীয় যুবলীগের কর্মীরা এখনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা ছাত্রদলের এক নেতাকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করেন তিনি। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।