সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়। এসময় বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) সন্ধায় শাহনাজ পারভীন নামে এক নারী বাদি হয়ে আশরাফুল আলমকে প্রধান আসামী করে ৮জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি বাজার এলাকার শাহিনুর রহমানের বসতবাড়ীর ২২শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আশরাফুল আলমের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার সকালে আশরাফুল আলম তার লোকজন নিয়ে ওই বসত বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ২০ শতাংশ জমির নানা প্রজাতির অর্ধ শতাধিক ফলজ গাছ কেটে ফেলে। পরে তারা বসতঘরে হামলা-ভাংচুর চালিয়ে ২ লক্ষাধিক টাকা লুটে নেয়।
হামলা--ভাংচুর চলাকালে হামলাকারীদের লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে শামিনুর রহমান (২৮), মরিয়ম খাতুন (২২), সালমানুর রহমান (১৭) ও শাহনাজ পারভীন (৫০) আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত শামিনুর রহমানকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদি শাহনাজ পারভীন বলেন, আশরাফুল আলম লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এ ব্যাপারে আশরাফুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার লোকজন শামিনুরের বাড়িঘরে যাইনি। হামলা করা তো দুরের কথা। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.