রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে টাকা হাওলাত না পেয়ে দুলাভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে টাকা হাওলাত  দিতে অস্বীকার করায় ভ্যান চালক দুলাভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই শ্যালকের বিরুদ্ধে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ভ্যান চালক খোকন মিয়া (৩৫) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ নগর এলাকার ইউনুস মিয়ার ছেলে।মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, খোকন মিয়া গত পাঁচদিন আগে তার ভ্যান গাড়ীটি ২৬ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ টাকা থেকে ১০ হাজার টাকা হাওলাত দিতে বলে স্ত্রী শাপলা বেগম তার ভাই শাকিল মিয়াকে। খোকন মিয়া টাকা হাওলাত দিতে অস্বীকার জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাঁধে। রাগে-অভিমানে

স্ত্রী শাপলা বেগম বাবার বাড়ীতে চলে যায়। স্ত্রীকে ফিরে আনতে শ্বশুর বাড়ীতে গেলে সেখানেও দু-জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এরপর কৌশলে খোকন মিয়ে বাড়ীতে চলে যায়।

এরপর সন্ধায় বাড়ীর পাশে প্রবাদ খাঁর মোড়ে চায়ের দোকানে যাওয়ার সময় শ্যালক শাকিল ও ইয়ামিন বাঁধা দেয়। এতে কথা-কাটাকাটি বাঁধে। এক পর্যায়ে তারা দুইজন খোকন মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার পকেটে থাকা ভ্যান বিক্রির ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এ ঘটনায় শনিবার রাতেই খোকন মিয়া বাদী হয়ে শ্যালক শাকিল মিয়া,ইয়ামিন ও স্ত্রী শাপলা বেগমকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চাঁন মিয়া বলেন, মারধরের ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়