সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়ে গেলো শত বছরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা। জেলার বিভিন্ন অঞ্চলের ২০ টি দৌড়ের ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা।
উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠে সাবেক ইউপি সদস্য শামসুল হকের স্মৃতি স্বরণে ঘোড়া দৌড় প্রতিযোগীতার আয়োজন করে গ্রামবাসী।
ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে। ঘোড়া দৌড় উপলক্ষে এলাকায় বসে মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। ঘোড়া দৌড় প্রতিযোগীতায় তিন ক্যাটাগরিতে ২০ টি দৌড়ে ঘোড়া অংশ নেয়।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার তুলে দেন ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল। ঘোড়দৌড় দেখে মুগ্ধ আগত দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি এলাকাবাসীর।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা শাহিন মিয়া, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।