রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৫ হাজার  কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছে। রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল বৃদ্ধির লক্ষ্যে এ বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, সরিষাবাড়ি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ৫ হাজার ৫৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এ সার- বীজ বিতরণ করা হয়।

এদের মধ্যে ৪ হাজার ৬০০ জনের মধ্যে সরিষা, ৮০ জনের মধ্যে গম, ভুট্রা ৬০ জন, পেঁয়াজ ৪০ জন, চিনা বাদাম ৮০ জন, মুগ ডাউল ৩০ জন, মসুর ডাউল ৪০ জন ও খেসারি ডাল ২০ জন কৃষকের মধ্যে এসব বিতরণ করা হয়। এসব বীজ প্রায় ৭৩৮ হেক্টর জমিতে বপন করা হবে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ সহ কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তার উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়