সরিষাবাড়ীতে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: চরাঞ্চলের অনাবাদি পতিত জমিতে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক সমাবেশ করেছে কৃষি বিভাগ। আজ মঙ্গলবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুমারপাড়া এলাকায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে চিনাবাদাম প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতর বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ। এতে আরো বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহসহ আরো অনেকেই।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।