সংবাদের আলো ডেস্ক:জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনে যেতে হবে। সরকার যেভাবে তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না।শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের এক দফা ছিল সরকার পতনের। একটা দাবি পূরণ হয়েছে, আরও একটি দাবি পূরণ হওয়া বাকি আছে। ফ্যাসিবাদ পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আরেকটি দাবি প্রতিষ্ঠা হবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি জানান, এই বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে সমমনা জোটের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি।বৈঠক শেষে ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে বিএনপির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.