মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরকার ঘোষিত প্রণোদনা ও ভাতা প্রদানের দাবীতে রংপুরে নেসকো’র কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

রংপুর প্রতিনিধি: সরকার ঘোষিত প্রণোদনা ও ভাতা প্রদানের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেসকো’র কর্মচারীরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে নেসকো কার্যালয় চত্ত্বর থেকে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের ব্যানারে কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে প্রধান প্রকৌশলী’র কার্যালয়ের সামনে সংগঠনের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠক তরিকুল ইসলাম, আব্দুল আজিজ, নীহার রঞ্জন চৌধুরী, মাহতাব ফজর আলী, আব্দুর রাজ্জাকসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, গত ২০২৩ সালের জুলাই মাস থেকে মূল বেতনের সাথে ৫ শতাংশ প্রণোদনা ও প্রতি বছর কর্মদক্ষতা ভাতা প্রদানের ঘোষণা দেন সরকার। যা ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

কিন্তু নেসকোর পরিচালন বিভাগের গাফিলতির কারণে বিদ্যুৎ বিভাগের প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারী সরকার ঘোষিত এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দাবী আদায়ে কর্মচারীরা গত তিন দিন ধরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ কর্মসূচী পালন করেছে। আগামী রবিবারের মধ্যে দাবী পূরণ না হলে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন কর্মচারীরা। এ ব্যাপারে নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জিয়াউল ইসলাম বলেন, এ বিষয়টি নেসকোর উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়