সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাউজান গঠন করতে আমি বদ্ধপরিকর-গিয়াসউদ্দিন কাদের চৌধুরী
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানের নোয়াপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে নোয়াপাড়া পথেরহাট চত্বরে নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান,সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস কাদের চৌধুরী।উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও রাউজান উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জানে আলম ও উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন হাজি জসিম উদ্দিন।বক্তব্য রাখেন মোঃ সরাফত আলী, নোয়াপাড়া ১৩ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবসার মেম্বার, সৈয়দ মঞ্জুল হক, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু , উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইউসুফ তালুকদার, এডভোকেট আবুল হাশেম , এডভোকেট তাজুল ইসলাম, আরফাত হোসেন রানা, শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, কাজী আবুল বাশার, হাফেজ মোহাম্মদ হাশেম, এস এম ইউসুফ, মোহাম্মদ এনামুল্লাহ মোঃ হারুন, মমিনুল হক, নুরুল আলম, মোজাহিল ইসলাম, শফিউল আজম, জানে আলম সিকদার, মোহাম্মদ আব্দুল সবুর, আবুল কাশেম রানা, সবুর,মোহাম্মদ ফুরকান, সেলিম উদ্দিন, যুবদল নেতা ইশতিয়া চৌধুরী অভি, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত মির্জা,পৌর যুবদল নেতা শাহজাহান সাহিল,দিদারুল আলম , আজম আলী, মাহাবুর আলম, ইয়াসিন আরাফাত, জাহেদ, জাহেদ আরাফাত নয়ন, গিয়াস ,আব্দুল কাদের,পারভেজ, হৃদয়, পাভেল , বেলাল, সাজিদ ,নোমান ,হাসান প্রমুখ। প্রধান অতিথি বলেন, তিনি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাউজান গঠন করতে বদ্ধপরিকর, তিনি আরো বলেন যারা চাঁদাবাজি করছে তারা দেশ ও জাতির শত্রু, তাদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আমার এলাকার মা-বোনদেরকে বলবো আপনারা সজাগ থাকেন এরকম কেউ আসলে আপনারা বেঁধে রাখবেন, প্রশাসনের কাছে সোপর্দ করবেন,তিনি নোয়াপাড়ায় একটি পৌরসভা ও দক্ষিণ রাউজান থানা স্থাপনের ইচ্ছা ব্যক্ত করেন ও এই উদ্দেশ্যে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।