সংবাদের আলো ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের ছবিযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়েছে পড়েছে। এই ফটোকার্ডে লেখা, ‘ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের’।তবে এসব প্রচার সঠিক নয় বলে মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ‘ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের’ শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম ঢাকা পোস্ট কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংবাদমাধ্যমটির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ঢাকা পোস্টের নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘১৯ জানুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে ঢাকা পোস্টের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।এছাড়াও ঢাকা পোস্টের ওয়েবসাইটেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া ঢাকা পোস্টের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনেও ভিন্নতা পরিলক্ষিত হয়। তাছাড়া, প্রচারিত ফটোকার্ডটির শিরোনাম শেষে দাঁড়ি দেওয়া হয়েছে, যা ঢাকা পোস্টের ফটোকার্ডে সাধারণত দেখা যায়না। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত ফটোকার্ডটিতে থাকা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান বা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট অন্য কারোর পক্ষ থেকেও এমন কোনো ঘোষণার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সুতরাং, ‘ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.