সংবাদের আলো ডেস্ক: সচিবালয়ে আগুনের ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার কথা থাকলেও তা হচ্ছে না। আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সচিব নাসিমুল গণি। তিনি জানান, আজ নয়,কাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার চেষ্টা করবেন তারা। সঙ্গগ্রহকৃত নমুনা তদন্তের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, কেবিনেট ডিভিশন থেকে সময় বৃদ্ধি অনুমোদন করে আনা হয়েছে। এই ঘটনার তদন্তে অনেকগুলো সংস্থা কাজ করেছে। মূলত তথ্যগুলো সমন্বয় করতে সময় নেয়া হয়েছে। কাল রিপোর্ট দেয়া হবে। বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে। তবে রিপোর্টে কি আছে এসব নিয়ে কিছুই জানাননি তিনি। এদিকে, ৪ দিন নিষেধাজ্ঞার পর আজ সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। দুপুর দুইটার দিকে প্রতিটি গণমাধ্যমের তালিকা ধরে প্রবেশ করতে দেয়া হয় সচিবালয়ে। এখন থেকে প্রতি কর্মদিবসে সাংবাদিকদের অস্থায়ী কার্ড বা তালিকা ধরে প্রবেশ করতে দেয়া হবে বলে জানানো হয়। সচিবালয়ে সীমিত আকারে গাড়িও ঢুকেছে আজ। কর্মকর্তারা প্রবেশ করলেও এখনও পুরোপুরি সচল হয়নি সচিবালয়।প্রসঙ্গত, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.