প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ
শ্যালকের বিয়েতে ‘কোলদারা’ হতে না পেরে দুলাভাইয়ের আত্মহত্যা
পাবনা প্রতিনিধি: শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে কীটনাশক পানে আজিজুল প্রামাণিক (২৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (০৮ মে) ভোররাতে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ঐ গ্রামের তয়জাল প্রামাণিকের ছেলে এবং পেশায় সে দিনমজুর ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার আজিজুল প্রামাণিকের সালার বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়েতে সে কোলদারা হওয়ার দাওয়াত পাননি।
আর এজন্য তার পরিবারের সকল সদস্যদের মঙ্গলবারের বৌভাতের অনুষ্ঠানে যেতে বারণ করে। তার বারণ না শুনে তার বউসহ বাবা-মা সবাই বৌ ভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাওয়ায় সে ভীষণ ক্ষীপ্ত হয় তাদের উপর। এরই সূত্র ধরে আজিজুল প্রামাণিক তার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্কের জেরে বুধবার ভোর রাতে কীটনাশক পানে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.