শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা নামল ৯ দশমিক ১ ডিগ্রিতে

সংবাদের আলো ডেস্ক: জানুয়ারিতে প্রথমে তুলনামূলক তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও একদিনের ব্যবধানে ৬ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এরআগে গতকাল বুধবার (৮ জানুয়ারি) রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির আজ বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও দিনভর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সূর্য পশ্চিম দিকে গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীত। একইসঙ্গে বয়ে চলে হিমেল বাতাস।গত কয়েকদিনে ধরে দিনের তাপমাত্রা বেড়ে গরম ও রাতে তাপমাত্রা কমে কনকনে শীত অনুভূত হচ্ছে। এর ফলে কিছুটা বিপাকে পড়তে খেটে ও নিম্নআয়ের মানুষকে। এর আগে গতকাল বুধবার বেলা ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালে বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা কমে যাওয়া বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।’ রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক তিনি আরো বলেন, ‘তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এ ছাড়াও ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা আরো নিচের দিকে নেমে যেতে পারে। তাপমাত্রা আগামী কয়েকদিন এই রকমই থাকবে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়