প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বরনে ছাত্র-জনতার ‘শহীদী মার্চ’ ও দোয়া অনুষ্ঠিত
জাহিদুল খান সৌরভ, শেরপুর প্রতিনিধি: গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্বরণে ছাত্র-জনতার শহীদী মার্চ পালিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর বৈষম্য বিরোধী আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কলেজে এসে শেষ হয়।
মিছিলে বিভিন্ন স্লোগান দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা স্লোগানে বলেন 'শহীদের স্বরণে ভয় করিনা মরনে', 'শহীদদের রক্ত বৃথা যেতে দেব না', 'আমার ভাই কবরে খুনি কেন বাহিরে'।
এসময় শহীদী মার্চে উপস্থিত ছিলেন শেরপুর শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া, সমাজ-কর্মী তাহমিনা জলি, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য মো. জিতু, তৌহিদুর রহমান তৌহিদ, সোহানুর রহমান সোহান, মনি আক্তার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.