শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
সংবাদের আলো ডেস্ক: শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পিটিআই’র সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার এসআই আনসার আলী।তিনি জানান, রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। এর মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।