জাহিদুল খান সৌরভ, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৫ দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন শেরপুর জেলা কমিটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বুধবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন বলেন, রাষ্ট্রের সকল দপ্তরের দূর্নীতিবাজ কর্মচারী ও কর্মকর্তাদের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।
পাশাপাশি ভূমিহীন-গৃহহীনদের সাথে উন্নয়নের নামে যে প্রতারনা, দূর্নীতি ও লুটপাট করেছে উপজেলা প্রশাসন (ইউএনও-এসিল্যান্ড) এবং জনপ্রতিনিধিরা তাদেরকে জবাবদিহিদার আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। হাট, ঘাট থেকে ইজারাদারীর নামে ফৌজদারি প্রথা বাদ দিতে হবে। পাশাপাশি নদী, খাল ও সরকারি জলাশয় রাজনৈতিক ভূমিদস্যুদের কাছ থেকে মুক্ত করতে হবে। এছাড়া হরিজন, বিহারি, রবিদাস, পাহাড়িসহ সকল শ্রেনিপেশার মানুষের মধ্যে বৈষম্য দূর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম। শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য সচিব সোহেল রানা,ও সদস্য শেখ ফরিদ সহ অনেকেই। পরে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.