প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ
শেরপুরে দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋন কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশিক্ষন কর্মশালা
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় দারিদ্র বিমোচন ও ক্ষুদ্রঋন কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। সদর উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমানের সঞ্চালনায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ, টি, এম আমিনুল ইসলাম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মোত্তালেব।
সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋন কার্যক্রমে গতিশীলতা আনতে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন। যেখানে শেরপুর সদরের ১৪ টি ইউনিয়ন ও গ্রামের উপকারভোগীরা সর্বনিন্ম ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋন গ্রহন করতে পারবে। এসব ঋন গ্রহন করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের দুঃস্থ নারী-পুরুষরা মাছ চাষ, গবাদি পশু পালন, হাঁস মুরগী পালন, ফলের বাগান করা সহ বিভিন্ন আত্মকর্মসংস্থান মূলক কার্যক্রম পরিচালনা করে স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋন কার্যক্রমে যতদিন ঋনগৃহীতারা স্বাবলম্বী হতে না পারবে ততদিন পর্যন্ত সেই গ্রাম থেকে ঋনের টাকা উঠানো যাবে না। কর্মশালায় শেরপুর সদরের ১৪ টি ইউনিয়নের ২৫ জন ঋনগৃহীতা অংশগ্রহন করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.