শেরপুর প্রতিনিধি: বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে শেরপুরে শহীন ক্যাডেট স্কুলের আয়োজনে পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল ৮ টায় শহরের সজবরখিলাস্থ প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে পিঠা উৎসরের শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুদুল আমীন শাহীন। পিঠা উৎসব চলে সকাল ৮টায় থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত। জানা যায়, এবার ৯ টি স্টলে মোট ১৫০ রকমের পিঠা স্থান পেয়েছে। এছাড়া পিঠা উৎসবে নানা রঙ ও ঢং ও নাম না জানা বাহারি পিঠার শিক্ষার্থীদের মন কেড়েছে। এবছর বিভিন্ন ফুলের নামে বিশেষ করে কেয়া, মাধবীলতা, গোলাপ, রজনীগন্ধা, ক্যামেলীয়া, হাসনাহেনা, অপরাজিতাসহ দুধ চিতই, সাগুর লস্করা, নয়নতারা, ডালের বরফি, হেয়ালি পিঠা, পাটিসাপটা, নারকেল পুলি, দুধ পুলি, তালের পিঠা, মাছ পিঠা, মালপোয়া, ঝালপোয়া, সুজির পিঠা, মাংসের সমুচা, ডিম পিঠা, মুগ পাকান, পুডিং, পায়েস, পানতোয়াসহ নানা রকমের পিঠা বিক্রি ও প্রদর্শিত হয়। পিঠা উৎসবে বড়দের পাশপাশি শিশু-কিশোররাও বেশ আনন্দ উপভোগ করেছে। এসময় শহরের বিভিন্ন শ্রেনীর মানুষ পরিবার-পরিজন নিয়ে কেউ বা আবার বন্ধুদের নিয়ে দলে দলে ভির করে পিঠা উৎসবে। ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরির্দশনের পাশপাশি বিভিন্ন স্টলের নানাসব বাহারি পিঠার মজা উপভোগ করেন। শাহীন ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম হিমেল বলেন, বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব যাতে হারিয়ে না যায় তাই আমরা এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন করে থাকি। এরপর থেকে বড় পরিসরে সারাদিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.