জাহিদুল খান সৌরভ, শেরপুর প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে কমিটি থেকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার কর্ণঝোড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সিংগাবরুণা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদল নেতা ফোরকান আলী বিদ্যুৎ, কমল মিয়া, খোরশেদ আলম, ফরিদ মিয়া, ইয়াসিন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন সময় অবৈধভাবে বালু উত্তোলন, ভারতীয় চোরাই গরুর ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত। তারা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অনুপ্রবেশকারীদের নিয়ে কমিটির কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সিংগবরুনা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান ফকরুজ্জামান কালুর বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকার নির্বাচন করেছেন।
এমনকি নৌকার লোকজন নিয়ে যুবদলের কার্যক্রম পরিচালনা করেন তারা। তাই আমাদের দাবি, তাদের অপসারণ করে ত্যাগী নেতাদের নিয়ে কর্মীবান্ধব কমিটি উপহার দিবেন উপজেলা ও জেলা যুবদলের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে যুবদলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সকল অভিযোগ অস্বীকার করে সিংগবরুনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, আমাদের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দলের দু:সময়ে তারা কেউই দলের সাথে ছিল না। এখন সুবিধা আদায়ের জন্য এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে তারা। তারাই বরং নানা অনিয়মের সাথে জড়িত। আপনারা খোঁজ-খবর নিলেই তা জানতে পারবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.