বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিগগিরই মাঠে ফিরছেন ভিনিসিয়ুস

সংবাদের আলো ডেস্ক:স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র খুব শিগগিরই মাঠে ফিরতে যাচ্ছেন। তবে দলের আরেক তারকা ডেভিড আলাবার ফিরে আসতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।

গত ২৪ নভেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস। ধারণা করা হয়েছিল, তিনি এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। এই সময়ে তিনি গেটাফের বিপক্ষে জয় এবং লিভারপুল ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পরাজয়ের ম্যাচগুলো মিস করেছেন।

তবে সময়ের আগেই ভিনির ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই অনুশীলনে ফিরেছেন ভিনি। আনচেলত্তি জানিয়েছেন, এই উইঙ্গার আগামী ম্যাচেই ফিরবেন না, তবে চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিপক্ষে রিয়ালের বাঁচা-মরার ম্যাচে তাকে দেখা যাবে। অন্যদিকে, অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা আগামী জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না।মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুসের অবস্থা ভালো, এটা সুখবর। সে খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে। আগামীকাল তাকে পাওয়া যাবে না, তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সে ফিরবে। আর আলাবা অনুশীলনে সাহায্য করছে, তবে তার পুরোপুরি ফিট হতে আরও এক মাস লাগবে। জানুয়ারিতে সে ফিরবে।’

রিয়াল মাদ্রিদ আগামী ৮ ডিসেম্বর রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে মাঠে নামবে। তবে ভিনিসিয়াসের প্রত্যাবর্তন হতে পারে ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে ম্যাচে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়