বুধবার, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন আনসাররা

সংবাদের আলো ডেস্ক: সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়ে যান আনসার সদস্যরা।

আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি করেন।

পরে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে আবারও তোপখানার দিকে থেকে সচিবালয়ের দিকে আসেন। শিক্ষার্থীদের আসতে দেখে আনসাররা সচিবালয়ের সামনে থেকে পালাতে থাকেন। এসময় ফাঁকা গুলি শব্দ শোনা যায়। তবে আনসারদের নিরাপদে পালানোর সুযোগ দেন শিক্ষার্থীরা।

এর আগে বিকেলে আনসারদের সঙ্গে কথা হলে তারা তখন বেশ উত্তেজনাকর বক্তব্য দেন। এদিকে আনসার সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়