শিক্ষানবিশকে বরখাস্ত করে বিপদে টিকটক!
সংবাদের আলো ডেস্ক: প্রতিষ্ঠানের একটি প্রকল্পের ভেতরে নাশকতার অভিযোগে এক শিক্ষানবিশ কর্মীকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান।ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণের সময় নাশকতার অভিযোগে একজন শিক্ষানবিশকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। এই বিষয়টি এখন সামাজিক মাধ্যমে তুমুল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে প্রতিষ্ঠানটি দাবি করেছে যে, এই শিক্ষানবিশের নাশকতার ফলে যেসব ক্ষতির দাবি করা হয়েছে, তাতে কিছু অতিরঞ্জন ও অসংগতি রয়েছে। অজ্ঞাতনামা এক ব্যক্তির দ্বারা এই সব ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেছে বাইটড্যান্স। এতে করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।বাইটড্যান্স এক বিবৃতিতে বলেছে, বরখাস্ত হওয়া কর্মীটি এআই নির্ভর বাণিজ্যিকীকরণ প্রযুক্তি দলের একজন শিক্ষানবিশ ছিলেন এবং এআই ল্যাবের কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। তবে, ওই ব্যক্তির নাশকতার ফলে এআই মডেলটির কোন ক্ষতি হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাইটড্যান্সের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওই ব্যক্তিকে আগস্ট মাসে বরখাস্ত করার পাশাপাশি ইন্টার্নের বিশ্ববিদ্যালয়কে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। ওই কর্মীর ভুলের কারণে সোশ্যাল মিডিয়ায় ১০ মিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার দাবিটি ভুল বলেও জানিয়েছে বাইটড্যান্স।বাইটডান্স, টিকটক এবং এর চীনা সংস্করণ ডোয়িনসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো পরিচালনা করে। বাইটডান্স কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রচুর বিনিয়োগ করছে। ডুয়াবো চ্যাটবট ছাড়াও জিমেং নামের একটি টেক্সট-টু-ভিডিও টুলসহ নানা অ্যাপ্লিকেশন এই প্রযুক্তি দ্বারা পরিচালিত।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।