শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামে ২৩ জুলাই রবিবার সকালে প্রায় চার শতাধিক কৃষক তাদের কৃষিজমি ও ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন করেছে। অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না গ্রামবাসী। কয়েকদিন আগে গ্রামবাসী আন্দোলন করে বন্ধ করে দিলেও আবারও পাইপ, অবৈধ ড্রেজার নিয়ে এসে চালাতে নিলে অসহায় গ্রামবাসী এ মানববন্ধন করে।
এ সময় মানববন্ধনে উপস্থিত কৃষকেরা বলেন, আমরা শতবছর যাবৎ আমাদের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতকান্দি গ্রামের একটি প্রভাবশালী বালুখেকো চক্র অবৈধভাবে করতোয়া নদীর পাশের আমাদের রেকর্ডকৃত ফসলী জমি থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এতে আমরা বাধা দেওয়ায় প্রতিনিয়ত আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। এনিয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দিয়ে আরও আমরা বিপদে পরেছি। আমরা কারও সহযোগীতা পাচ্ছি না। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক মনিরুল ইসলাম, ইউসুফ প্রাং, নাছিম সরকার, হানিফ মোল্লা, হাজী গফুর আলী, আজাদ সরকার, আলাল সরকার, হাওয়া বেগমসহ প্রায় চার শতাধীক কৃষক কৃষাণী।
এবিষয়ে শাহজাদপুর থানার এসআই জাহাঙ্গীর আলম বলে দুই পক্ষকে ভয়ভীতি ও গোন্ডগোল করতে নিষেধ করে এসেছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, এ বিষয়ে দ্রুত কৃষক পরিবারগুলিকে আইনগত সহযোগীতা দেওয়া হবে।
এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এর আগেও ওখানে অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। আবার চালালে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.