বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের পাড়কোলা উত্তরপাড়া গ্রামের মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে আমেরিকা প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৩ টার দিকে ৬ জনের একটি ডাকাত দল বাড়ির পিছনের বারান্দার গ্রিলের তালা কেটে ভিতরে প্রবেশ করে নদগ টাকা, ডলার ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতির অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ডাকাত দলটি প্রায় ২ ঘন্টা ব্যাপি বাড়ির সদস্যদের জিম্মি করে এ ডাকাতি কাজ চালিয়েছে বলে জানা যায়। আমেরিকান প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়িতে বসবাস করেন তার আপন ভাই পোল্ট্রি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন যুবলু। জাহাঙ্গীর হোসেন যুবলু জানান, ৬ সদস্যের ডাকাত দল আমাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ডলার, স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়, যাওয়ার সময় ডাকাত দল বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও অফিসার ইনচার্জ আছলাম আলী জানান তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ