শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার
সংবাদের আলো ডেস্ক: শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বটতলা নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ১৫ দিন পর প্রতিবেশি শফিকুলের বাড়ির পাশের খাল থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ নভেম্বর (সোমবার) বিকেলে খালের ধারের বন কাটতে গিয়ে একই গ্রামের তাহেজ ফকির গলিত মৃতদেহ দেখে প্রতিবেশীদের খবর দিলে দলে দলে উৎসুক জনতা ভিড় করে। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলিত মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। মৃতদেহ পুরোপুরি গলে যাওয়ার কারণে চেনা না গেলেও নিখোঁজ ব্যবসায়ী রইচ উদ্দিনের একটি হাতের আঙ্গুল ৬টি হওয়ার ফলে লাশটি তারই বলে দাবি করছে পরিবার।
নিহতের স্বজনেরা জানান, মুদি ব্যবসায়ী রইচ উদ্দিন গত ৩ নভেম্বার রাতে নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও না পাওয়ায় ৮ নভেম্বর শাহজাদপুর থানায় জিডি করা হয়। এরপর সোমবার বিকেলে বন কাটতে গিয়ে রইচ উদ্দিনের গলিত মৃতদেহ পাওয়া যায়। নিখোজ রইচ উদ্দিনকে হত্যা করে খালের ধারে ফেলে রাখা হয়েছে বলেও দাবি পরিবারের। শাহজাদপুর থানার ওসি মো: আছলাম আলী জানান, বাড়ির পুকুরের ধার থেকে বন কাটতে গিয়ে একজন গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পুরোপুরি পঁচে গলে যাওয়ার ফলে চেনার উপায় নেই। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন মৃতদেহের হাতের ৬ আঙ্গুল দেখে দাবি করছেন এটাই রইচ উদ্দিনের মৃতদেহ। ডিএনএ টেস্ট করে মৃতদেহের আসল পরিচয় নিশ্চিৎ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।