আসাদুর রহমান, শাহজাদপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় এবং বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শহীদস্মৃতি পরিষদ হলরুমে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু, বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়াম্যান লিয়াকত আলী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে ওয়াহিদ শেখ সজল, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী খাতুন প্রমুখ। এর আগে সকালে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদে আসেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.