সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের নেপিয়ার ঘাসের জমি থেকে বুধবার সন্ধ্যায় পুলিশ ফাতেমা খাতুন ৬ নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের দিন মুজুর সোবাহান আলীর মেয়ে। এলাকাবাসি জানায়, গত রবিবার সকালে দিকে আখ( কুশল) কেটে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবেদ আলীর বখাটে ছেলে নজরুল ইসলাম (২০)। এর পর থেকে শিশু ফাতেমা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
অপর দিকে বখাটে নজরুল ইসলাম ও এলাকা থেকে গা ঢাকা দেয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা সোবাহান আলী বখাটে নজরুল ইসলামকে সন্দেহ জনক আসামি করে বুধবার দুপুরে শাহজাদপুর থানায় নিখোঁজ ডায়রি করেন। এর পর এদিন বিকেলে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের জমিতে শিশুর একটি পা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে এদিন সন্ধ্যায় নেপিয়ার ঘাসের জমি তল্লাশি করে ফাতেমা খাতুনের ক্ষতবিক্ষত দেহাবশেষ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবার শিশুটিকে শনাক্ত করে।
এবিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, শিশুটির কানে স্বর্ণের দুল ছিলো প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই দুল ছিনিয়ে নেওয়ার লোভে আখ কেটে দেওয়ার কথা বলে বাড়ি ডেকে নিয়ে হত্যার পর লাশ নেপিয়ার ঘাসের জমিতে ফেলে বখাটে নজরুল ইসলাম পালিয়ে গেছে। লাশটি পচে গোলে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কারণ বুঝা যাচ্ছে না। লাশটি উদ্ধার করে করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.