প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
শার্শায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের ঝটিকা অভিযান
মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: শার্শায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সারা দেশে টাস্কফোর্স গঠন করেছে সরকার। গত ৭ অক্টোবর/২০২৪ ইং তারিখ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতি জেলায় টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ও সদস্য হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দায়িত্ব পালন করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে এ ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হলো। টাস্কফোর্সের কার্যপরিধিতে বলা হয়েছে- টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত/গোডাউন/কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে।
এ ছাড়াও উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময়সভা করবে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করবে। বানিজ্য মন্ত্রনালয়ের উপরোক্ত প্রজ্ঞাপণ মোতাবেক জেলা-উপজেলা পর্যায়ের ম্যাজিষ্ট্রেটগণ বাজার মনিটরিং এ ঝটিকা অভিযান চালাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)'র নির্দেশনায় শার্শা'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট,সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন গত কয়েকদিন যাবৎ শার্শা'র নাভারণ বাজার, বেনাপোল বাজার সহ উপজেলার অন্যান্য বাজারগুলোয় ঝটিকা অভিযান চালাচ্ছেন। এ সময় কৃষি বিপনন আইন,২০১৮ এর আইন লংঘন করে এ সকল বাজারে পাইকারি ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম ও মুরগি বিক্রি,বিক্রয়মূল্য প্রদর্শন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করে অপরাধীদের শাস্তি প্রদান করা হয়।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শার্শায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিন জানিয়েছেন। মোবাইল কোর্ট অভিযান পরিচালনার সময় শার্শা এবং বেনাপোল পোর্টথানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সার্বক্ষনিক নিয়োজিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.