সংবাদের আলো ডেস্ক: অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে যায়। এ বিষয়ে শনিবার(০৪ জানুয়ারী) দুপুরে অভিনেতার মামা মুস্তাফিজুর রহমান মামুন বলেন, মুশফিককে আইসিইউতে রাখা হয়েছে সত্য, তবে সেটা তার অতিরিক্ত সুরক্ষার জন্য। এমন নয় যে, তার অবস্থা গুরুতর বলে আইসিইউতে রাখা হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। এদিন বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপে অভিনেতার মামা বলেন, আগের চেয়ে অনেকটাই ভালো আছে মুশফিক। আজ বিকেলে আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে দেয়া হয়েছে। এসময় পরিচালক তৌফিকুল ইসলাম জানান, প্রেসার ফল করার কারণে অসুস্থ হয়ে পড়েন মুশফিক। আর তিনি আইসিইউতে ছিলেন না, তিনি আছেন এইচডিওতে। একটা ভুল খবর ছড়িয়েছে চারদিকে। এক কথায় বললে, অভিনেতা মুশফিক আর ফারহান আগের চেয়ে অনেকটাই ভালো আছেন, সুস্থ আছেন। এরআগে মামুন বলেন, ক'দিন ধরেই ফারহানের জ্বর ছিলো। শরীরটাও একটু ব্যথা করছিলো। নাটকের শুটিংসেটে হঠাৎ একটু বেশী অসুস্থ বোধ করলে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। অতিরিক্ত সুরক্ষার কারণে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। কী হয়েছে মুশফিকের, এ বিষয়ে চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা জানতে চাইলে মামুন বলেন, প্রথমে ধারণা করা হয়েছিলো হয়তো ডেঙ্গুর কারণে জ্বর ও শরীর ব্যথা, তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাল ফিবারে আক্রান্ত মুশফিক। সব ঠিক থাকলে আজ-কালকের মধ্যেই হাসপাতাল থেকে অভিনেতার বাড়ি ফেরার কথা জানান মামুন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.