শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লংগদু-দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ি দীঘিনালায় বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে রাঙামাটির লংগদুর সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় বেইলি সেতুর উপর দিয়ে একটি কাঠ বোঝাই ট্রাক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার ২৪ ঘন্টা পরও মেরামত কাজ শেষ না হাওয়ায় ভোগান্তিতে পরেছে স্থানীয়রা। এতে রাঙামাটির লংগদু উপজেলার সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে অস্থায়ী পথে মোটরসাইকেল, সিএনজি, মাহেন্দ্রাসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পরেছে সড়কে চলাচলকারীরা। লংগদুর স্থানীয় কাঠ ব্যবসায়ী শাহ আলম জানান, এই ব্রিজটা কখনো সড়ক বিভাগ মনিটরিং করে নাই। একারণে ব্রিজটা ভেঙে গেছে। লংগদু, মেরুং এলাকার মানুষ ভোগান্তিতে পরেছে। সংশ্লিষ্টদের উচিত দ্রুত এর সমাধান করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। মাহিন্দ্র চালক নাছির উদ্দীন বলেন, এই ব্রিজের কারণে কাল থেকে চলাচল বন্ধ। কবে ব্রিজ ঠিক হবে তাও জানি না। সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পরেছে। তবে আমাদের মতো ছোট গাড়ি চালকরা ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করছে। বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও দু-একদিন সময় লাগবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তারা। সড়ক ও জনপদ উপ- বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী মো. কোরাইশীন বলেন, ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করা যায়নি। কাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে। এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ‘যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠ বোঝাই ট্রাকটি সড়ানো হয়েছে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে। তবে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাজ শেষ হলে এ সড়কে ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’ সকলকে সুস্থ স্বাভাবিক ভাবে যাতায়াত করার পরামর্শ দেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ