বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লংগদুতে ‌পি‌সি‌সি‌পি’র শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে পাহাড়ের অসহায় দরিদ্র শীতার্ত শতাধিক মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ লংগদু উপ‌জেলা শাখার পক্ষ থে‌কে মাইনীমুখ ইউনিয়নের সোনাই ৫নম্বর ব্লকে এসব শ‌ীতবস্ত্র কম্বল বিতরন শুরু করেন সংগঠনটির নেতৃবৃন্দ। পি‌সি‌সি‌পি’র কে‌ন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামা‌টি পার্বত‌্য জেলা পরিষদের সদস‌্য হা‌বিব আজম এবং মিনহাজ মু‌রশিদের সহ‌যো‌গিতায় উপ‌জেলার প্রত‌্যন্ত অঞ্চ‌লে ধারাবা‌হিক ভা‌বে প্রায় শতাধিক প‌রিবা‌রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে পি‌সি‌সি‌পি’র কে‌ন্দ্রীয় কমিটির সাংগঠ‌নিক সম্পাদক রা‌সেল মাহমুদ ব‌লেন, আমা‌দের সংগঠন‌টি ছাত্র সংগঠন হ‌লেও সামা‌জিক কার্যকলাপ সবসময় ক‌রে আস‌ছে। বিগত সময়ে লংগদু‌র বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী‌র পড়াশোনার সকল খর‌চের দা‌য়িত্ব নি‌য়ে‌ছে, যা এখ‌নো বহাল আ‌ছে।শুধু তাই নয়, বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ভ‌র্তির ক্ষে‌ত্রে আ‌র্থিক ও অন‌্যান‌্য সহ‌যো‌গিতা ক‌রে‌ আস‌ছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বিনামূ‌ল্যে বই বিতরণ, শিক্ষা সামগ্রীসহ নানান সামা‌জিক কর্মকান্ডের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে এই সংগঠনটি। তিন পার্বত্য জেলাসহ প্রত্যেক বিশ্ব‌বিদ‌্যালয় ও মহানগর গু‌লো‌তে সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, পিসিসিপি পাহা‌ড়ের সকল সম্প্রদা‌য়ের মানুষ‌কে সমান চো‌খে দে‌খে এবং সমাধিকার দি‌য়ে থা‌কে। উদাহরণসরূপ আজ চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছে। পি‌সি‌সি‌পি লংগদু উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক ম‌নির হো‌সে‌নের সঞ্চালনায় এসময় উপ‌জেলা শাখার সাংগঠ‌নিক সম্পাদক খা‌লিদ রেজা, সহ সাংগঠ‌নিক সম্পাদক আরএস বাবু, প্রচার সম্পাদক জা‌হিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়