মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৭০০ বোতল ফেন্সিডিল ও নগদ অর্থ সহ দুইজন আসামিকে আটক করেছে র্যাব-৬, যশোরের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান- " র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে"।
নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার ১৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ দুপুরের দিকে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ০৫ নং পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের জনৈক আহসানুর রহমান এর আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক বিক্রয়কারী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি বেলা ৩ টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে"।
"ঐ অভিযানে ০২ (দুই) জন মাদক বিক্রয়কারীকে গ্রেফতার করে র্যাব। এরা হলো:-
মোঃ নয়ন হোসেন (২৫), পিতা- মোঃ আঃ মালেক, মাতা- মোছাঃ শাহানারা খাতুন, গ্রাম- পুটখালী(উত্তর পাড়া) এবং মোঃ বিল্লাল হোসেন (২১), পিতা- মোঃ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ হামিদা খাতুন, গ্রাম- পুটখালী (উত্তর পাড়া) উভয় থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর"।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান-"উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে উক্ত আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড় হতে ০৪ টি বস্তায় বিশেষ ভাবে রক্ষিত ৭০০ (সাতশত) বোতল ফেন্সিডিল এবং ধৃত আসামীদের নিকট হতে প্রাপ্ত মাদক বিক্রয়ের নগদ ২৯,৫০০/- (উনত্রিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
"গ্রেফতারকৃত মাদক বিক্রয়কারীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- "সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ নয়ন হোসেন (২৫) এর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে ০১ টি মামলা চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ বিল্লাল হোসেন (২১) এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ টি মামলা চলমান রয়েছে"। মাদক আইনে মামলা রুজু করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.