বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়গঞ্জে রাহিদ মান্নান লেলিন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

মো: আখতার হোসেন হিরন: “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে রাহিদ মান্নান লেলিন ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারে এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন মহর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য রাহিত মান্নান লেলিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মেহেদী আফজাল পারভেজ। আরও উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান অফিসার ইনচার্জ সলঙ্গা থানা,হাসান ইমাম তালুকদার সোহান, সাবেক চেয়ারম্যান ধুবিল ইউনিয়ন পরিষদ,মো: আনোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি ধুবিল ইউনিয়ন বিএনপি,মো: মোস্তফা কামাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ধুবিল ইউনিয়ন বিএনপি সহ অসংখ্য দলীয় নেতাকর্মী।আজ শনিবার বিকেলে উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জের চর দোগাছী  ভলিবল একাদশ এবং রায়গঞ্জের ভাই ভাই পোল্ট্রি ফার্ম ভলিবল একাদশ অংশগ্রহণ করে ভাই ভাই পোল্ট্রি ফার্ম ভলিবল একাদশ বিজয়ী হয়। রোদ্রউজ্জ্বল পড়ন্ত বিকেলে এ খেলা দেখতে হাজার হাজার দর্শক সমবেত হন। খেলার প্রথম পর্যায়ে চর দোগাছি ভলিবল একাদশ এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে ভাই ভাই পোল্ট্রি ফার্ম এর দুর্দান্ত প্রেসারের কারণে তারা পরাজিত হয়। খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক বিভিন্ন ভঙ্গিতে খেলোয়ারদের উৎসাহ দিতে থাকেন। এতে খেলার মাঠে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে আগামী ২৫ জানুয়ারী প্রথম রাউন্ডের ২য় ম্যাচ খেলা অনুষ্ঠিত হইবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়