বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে তিনজনকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল মমিন সরকার হিরা ও আশরাফ আলী ভূঁইয়া এবং মোকসেদ ভূঁইয়া পরিবারের মাঝে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী বৈকন্ঠপুর গ্রামের আব্দুস সালাম ও শাহিন আলমের নির্দেশে আওয়ামীলীগ নেতা মোকসেদ ভূঁইয়াসহ ২৫ থেকে ৩০জন সন্ত্রাসীদের নিয়ে বেংনাই উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিন সরকার হিরার পুত্র পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোতালেব সরকার মুরাদ, আঃ আজিজ সেখের পুত্র জিন্নাহ সেখ, রকিবুল ইসলাম, মৃত সবের আলীর পুত্র আঃ হালিম ও মৃত আশরাফ আলীর পুত্র মনিরুজ্জামানকে রাস্তায় গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরে জখম করে। পরে তাদেরকে মৃত্যু নিশ্চিত করে রাস্তা থেকে মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা বাড়ীতে এসে বাড়ীঘর ভাংচুর, নগদ টাকা ও দোকানে থাকা ব্যবসার টাকা লুটপাট করে নানান ভয়ভীতি দেখিয়ে অস্ত্র উচিয়ে তাঁরা চলে যায়। পরে আশেপাশের লোকজন ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে গতকাল দুইজন চিকিৎসা শেষে বাড়ী ফিরছেন একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদসহ তাঁর চাচাতো দুই ভাইদের রক্তমাখা শরীর পুরো ছেয়ে গেছে। তাদের আত্মচিৎকারে হাসপাতালের ডাক্তারগন দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। শরীরের বিভিন্ন অংশে মারপিট ও মাথায় কোপানোর কারনে সেলাই দিয়ে রক্তপাত বন্ধ করে তারা চিকিৎসা অবস্থায় আছে। তবে ডাক্তার বলছে এখনও শঙ্কামুক্ত নয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----