রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৭ জন পত্রিকার হকারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে “প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) সকালে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে ১৭ জন হকারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস।
স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, বতর্মানে প্রচন্ড কুয়াশায় বিপর্যপ্ত জনজীবন, পত্রিকা বিক্রেতা হকাররা ঘন কুয়াশার কারনে কষ্ট করছে, এমতাবস্হায় এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুধু হকারদের নয় এরই মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম সহ শীতার্তদের মাঝে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান করা হয়েছে।
পত্রিকা বিক্রেতারা শীত বস্ত্র কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন অন্যদের ন্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা খুব খুশি। তারা আরো বলেন,আমরা সবার কাছে খবর পৌঁছে দিলেও আমাদের খবর কেউ রাখে না।আমাদের এই তীব্র শীতে কষ্ট করে যে কাজ করতে হয় তা বলার মতো নয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাহবাজ খান সানি বলেন, পত্রিকা বিক্রেতারা নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন সকালে তারা মানুষের হাতে, বাসা-বাড়ীতে অফিস আদালতে পত্রিকা পৌছে দিচ্ছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমাদের এমন উদ্যোগ হয়তো শীত নিবারণে পত্রিকা বিক্রেতাও তাদের পরিবারের সদস্যদের উপকারে আসবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.