প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ পুলিশ নিহত
সংবাদের আলো ডেস্ক: রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। সোমবার (২৪ জুন) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৩ জুন) রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালা ও দেরবেন্ত শহরে সিরিজ হামলা চালায় একদল মুখোশধারী।
এ হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিতসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এসময় পাল্টা গুলিতে ছয় হামলাকারীরও মৃত্যু হয়েছে।রাশিয়ার গণমাধ্যম বলছে, ইহুদিদের একটি উপাসনালয়, দুটি অর্থডোক্স গির্জা ও থানায় হামলা চালানো হয়। গুলির পর উপাসনালয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। অনেককে জিম্মি করে রাখে বন্দুকধারীরা। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.