সংবাদের আলো ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলার হাটবাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। দুয়েকটি দোকানে পাওয়া গেলেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম দিয়ে কিনছেন ক্রেতারা। এ নিয়ে রীতিমতো ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন দোকানিরা। এক সপ্তাহ ধরে উপজেলার অধিকাংশ বাজারের মুদি দোকানগুলো থেকে বোতলজাত সয়াবিন তেল যেন বাজার থেকে হাওয়া হয়ে গেছে। তবে অধিক মুনাফালোভী দোকানিরা বোতলজাত সয়াবিন তেলের বোতল কেটে রাতের আঁধারে ড্রামে ঢেলে খোলা সয়াবিন হিসেবে অধিক দামে বিক্রি করছে। এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
চারঘাট সদরবাজারে বাজার করতে আসা রবিউল ইসলাম বলেন, কয়েকটি দোকানে গিয়ে বোতলজাত সয়াবিন তেল পাইনি। আমি সবসময় বোতলজাত সয়াবিন তেল কিনে থাকি। কিন্তু বোতলজাত সয়াবিন না পাওয়ায় বাধ্য হয়ে খোলা সয়াবিন তেল কিনেছি। তাও আবার দাম বেশি। এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ২০০ টাকা নেওয়া হচ্ছে। এখন দেখছি বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম আরও বেশি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.