বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালককে শ্বাসরোধে হত্যা

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর সবুজবাগের বেগুনবাড়ি গ্রিন মডেল টাউন এলাকায় এক ব্যাটারিচালিত রিকশাচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে।নিহত বিধান মণ্ডল (১৯) ঢাকার ডেমরার কাইয়েত পাড়ার বাসিন্দা। তিনি ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম মহাদেব মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।মৃতের খালাতো ভাই সুজন মণ্ডল জানান, রোববার সন্ধ্যায় সুজন তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। পরে রাতে আর তিনি ফেরেননি। পুলিশ সংবাদ দিলে থানায় গিয়ে তার মরদেহ দেখা যায়। রিকশাটিও পাওয়া যায়নি।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু জানান, রোববার দিনগত রাত সোয়া বারোটার দিকে সবুজবাগ থানাধীন বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ই-ব্লকের ১২নং রোডে গলার রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দেহটি সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের জন্য বিধান মণ্ডলকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়