রাউজান পূজা পরিষদের মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার ডিআইজি আহসান হাবিব পলাশ
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন রাজনৈতিক দল সমূহের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত ডিআইজি আহসান হাবিব পলাশ।
৫ অক্টোবর শনিবার বিকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাউজান সদর শ্রী শ্রী জগ্ননাথ সেবাশ্রম পূজা মন্ডপে। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ্বাস অরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান,অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া) সার্কেল হুমায়ন কবির, রাউজান থানার ওসি মীর মাহাবুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা জামাতের আমীর বেলাল হোসাইন, বিএনপি নেতা ফয়জুল ইসলাম টিপু, সৈয়দ মনজুরুল হক, রেজাউল রহিম আজম, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল, সাবেক ছাত্রনেতা রাসেল খান, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক টিপু দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সজিব দে, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।