প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ
রাউজান থানার নতুন ওসি মীর মাহাবুবুর রহমান
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মীর মাহাবুবুর রহমান। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি রাউজান থানায় যোগদান করেন। তাকে রাউজান থানার পুলিশ সদস্যবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। রাউজান থানার যোগদানের আগ পর্যন্ত পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান চাঁদপুর জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্বরত ছিলেন।
উল্লেখ্য যে,গত ০২ সেপ্টেম্বর সোমবার রাউজান থানার ওসি জাহিদ হোসেনকেসহ চট্টগ্রামের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়। এরপর থেকে ওসি (তদন্ত) অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। পরে রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমানকে বদলি করা হয়। তাঁকে (ওসি তদন্ত) রাউজান থানা থেকে বদলি করে বরিশাল রেঞ্জে নেয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.