প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
রাউজানে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা প্রবাসি আজিজুল হক সহ বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রাউজানে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে মুন্সিরঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, দিদার তালুকদার, সাঈদ আমান রানা, মুছা খান মেম্বার, নিজাম উদ্দিন সুজন, সৈয়দ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মুন্না, জাহেদুল ইসলাম, সাইফুদ্দিন রিপন,কবির আহম্মদ,হাসান বাহাদুর, হেলাল উদ্দিন প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বক্তারা অনতিবিলম্বে বিএনপি নেতা আজিজুল হক সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.