রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষা,সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরিক্ষা-২৪এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে রাউজান সদরস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন আলহাজ্জ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি(মা.জি.আ)। উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন ও খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদুয়ানুল ইসলাম,গহিরা কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মনোয়ার চৌধুরী,প্রধান শিক্ষক মোঃ মোস্তাক আহমেদ,রাউজান প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত,চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সহ-সভাপতি সফিউর রহমান সাইফু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী সহ রাউজান উপজেলা কার্যকরী সংসদ,বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ,সনদ,ক্রেস্ট,নগদ অর্থ ও দরবার শরিফের হযরত কেবলার নকশা তুলে দেন অতিথিবৃন্দ।উল্লেখ্য যে, চলতি বছরেই মেধাবৃত্তি পরীক্ষায় রাউজানের ৪৩ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.