শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন নিসচা উত্তর জেলা শাখা

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে তৃতীয় দিনের মত রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা’। বৃহস্পতিবার সকালে থেকে বিকাল পর্যন্ত এই পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, রাউজান সরকারি কলেজ গেইট থেকে রাউজান – রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়ক হয়ে চারাবটতল বাজার পর্যন্ত ও বিপ্লবী মাষ্টার দা সূর্য সেন গেইট থেকে কাগতিয়া সড়কের সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় পর্যন্ত নিসচার একদল স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতায় অংশ নেন।

এছাড়াও রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড সহ রাস্তার বিভিন্ন স্থানে পরে থাকা ময়লা আর্বজনা ও পৌরসভার ডাস্টবিনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন তারা। নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সমন্বয়ক সমাজসেবক বিকাশ দাশ গুপ্তের নেতৃত্বে এই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।এর আগে ১১ ও ১৬ আগষ্ট ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে সংগঠনটি।উল্লেখ্য, রাউজান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ রয়েছে গত ৬ আগষ্ট থেকে। যার কারণে রাস্তার আশেপাশে ও ডাস্টবিনে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়া ছিল। এমন অবস্থায় টানা বৃষ্টি উপেক্ষা করে ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নেয় নিসচা।নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য বিকাশ দাশ গুপ্ত বলেন, দেশের প্রতি আমাদের অনেক দায়িত্ববোধ রয়েছে। দেশের ক্লান্তিলগ্নে আমাদের সকলের দায়িত্ব নিজের এলাকার পরিস্কার পরিচ্ছন্ন রাখা। আমরা আমাদের নিজ অবস্থা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছি।

দেশবাসির প্রতি অনুরোধ আসুন আমরা সচেতন হই। দেশকে পরিবেশ বান্ধব রাষ্ট্রে পরিনত করি।
আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত। আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য অন্তর দাশ, তপন দাশ গুপ্ত, প্রকাশ দে, পার্থ দাশ, জয়ন্ত দাশ গুপ্ত, মোঃ রনি, মোঃআরাফাত, শুভ দাশ, সৌরভ দাশ, স্বাধীন বর্মন, অর্ক দাশ গুপ্ত, শ্রাবণ বর্মন, বিকাশ চন্দ্র রায়, গাড়ীচালক মুকুল চান্দু প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়