প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
রাউজানে কর্মহীন মানুষের মাঝে উপহার বিতরণ
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান পৌরসভা ১ নং ওয়ার্ডের অংকুরীঘোনা অন্বেষা সংসদের ব্যবস্থাপনায় ও মরহুম দিল মোহাম্মদ মাষ্টার ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ভালবাসার উপহার বিতরণ করা হয়েছে। ২৮ আগষ্ট বুধবার অন্বেষা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবনরাম বিহার অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার গাউছিয়া হক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশেক রসুল রোকন। উপস্থিত ছিলেন প্রজ্ঞানিকেতন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ সুমন শ্রী মহাথেরো, বিহার পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক রাজিব বড়ুয়া,অন্বেষা সংসদের কর্মকর্তা শিমুল বড়ুয়া, সনেট বড়ুয়া, মোঃ মোশাররফ হোসেন, আবদুল হালিম, বেলাল উদ্দিন, সুবাস বড়ুয়া, বিধান দাশ, জনি দাশ প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.